|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে বর্ষাপ্লাবিত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৪
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভ্যন্তরীন জলাভূমি / বর্ষাপ্লাবিত ধানক্ষেত / প্লাবনভূমি / প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার কালী নদী সংলগ্ন প্লাবনভূমিতে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর বাস্তবায়নে, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জহুরা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পুকুরেও এই পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.