|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুই জনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৪
আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মধ্যম মাহমুদাবাদ দীঘিনালা এলাকার আমিনুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়া গ্রামের আব্দুর সালামের ছেলে আবুল বশর (৪৭)। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল হোসেন জানান, নিহত মোঃ জাহাঙ্গীর ও মোঃ আবুল বশর (৩২) উভয় এলাকার মাদকাসক্ত বলে চিহৃিত। মদ খায়ার পর প্রচণ্ড বুকে ব্যাথা ও শরীর খারাপ লাগার কথা বলে এক পর্যায়ে ঢলে পড়ে সাথে সাথে দুইজনেরই মৃত্যু হয়। এলাকায় দোকানে বসে সকাল থেকে রাত পর্যন্ত তারা মদ পান করতো। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, দুই যুবকের মৃত্যুর কথা জানতে পেরেছি। তারা দুইজনেই সিএনজি চালক। ইতিমধ্যে তাদের লাশ দাফনকাজ সম্পন্ন হয়েছে। শুনেছি তারা মাদকাসক্ত ছিলো। তবে মদ খেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.