|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
বন্যার্তদের পাশে ট্রমা ইনষ্টিটিউটস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৪
ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। অসংখ্য মানুষ তাদের ঘর বাড়ি সম্পদ হারিয়েছে। তারা বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার চরম সংকটে পড়েছে। দেশের মানুষের বিপদঘণ মূহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে ট্রমা ইনিস্টিটিউটের মেডিকেল শিক্ষার্থীরা বন্যার্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়িয়েছে। ‘মানুষ মানুষের জন্য, আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই’-এই আহ্বান নিয়ে ট্রমা সেন্টার মেডিকেল ইনিস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও দেশের সকল স্তরের মানুষের সহযোগিতায় বন্যার্তদের জন্য ফান্ড গঠন করা হয়। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে এই ভয়াবহতা দেখা দিয়েছে। এমতাবস্থায় ট্রমা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বন্যার্তদের জন্য গঠনকৃত ফান্ড থেকে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে ২৮ আগস্ট (বুধবার) রাতে সংগঠনটির সদস্যবৃন্দ জানিয়েছে, এই বন্যা মোকাবিলায় বন্যার্তদের জন্য শুকনো খাবার চিড়া, গুড়, মুঁড়ি, খেঁজুর ও ৫ লিটার পানি প্রতিটা পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ট্রমা সেন্টার মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে ট্রমা ইনিস্টিটিউট স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়। যেন সবাই মিলে একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.