|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গো হারা হারলো নেপাল সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৪
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
নেপালকে উড়িয় ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।নেপালের বিরুদ্ধে প্রথম জয় গ্রুপপর্বে হারের প্রতিশোধ এবং প্রথম বারের মতো সাফ অনুর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন শিপের শিরোপা।
বাংলাদেশ যেন এক মিলে তিন পাখি মারলো।
বুধবার নেপালের ললিতপুরের আলফা কমপ্লেক্সে
প্রথম বারের অতিরিক্ত সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ।
ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করে।দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের পায়েই আসতে শুরু করে শিরোপার গন্ধ।
৫৫ মিনিটে বাংলাদেশ লিড পায় ২-০ তে।
৭০মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাব্বি।
৮১ মিনিটে বামথাপার ক্রসে আসিফ ফ্লাইট মিস করলে সামির তামাং হেডে গোলকরে ব্যবধান কমান।
১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়।ওই সময়ে ষষ্ঠ মিনিটে এক হালি পুরণ করে বাংলাদেশ। এনিয়ে সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের দুটি শিরোপা এলো।২০১৫ সালে অনুর্ধ্ব-১৬ আসরে ট্রফি জিতেছিল আর আজ কাঠমান্ডতে রচিত হলো
নতুন ইতিহাস।
এছাড়া কাঠমান্ডুর মাঠে বাংলাদেশের জন্য পয়মন্ত।১৯৯৯ সাফ ফুটবল (এসএ গেমস) ২০২২ সালে মেয়েদের সাফের শিরোপা এসেছিল।মাঝে নারীদের বয়স ভিত্তিক আসরের শিরোপা ঘরে উঠে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.