|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতার নবীনের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৪
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সমগ্র সাভার ও আশুলিয়াবাসীকে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা খোরশেদ আলম ভাইয়ের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন।
গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।বিবৃতিতে জাহাঙ্গীরনগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে সকল ধরনের আন্দোলন সংগ্রামে সাভার ও আশুলিয়াবাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করে জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এবং ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফলভাবে এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
পরবর্তীতে দলটির প্রধান, সাবেক সফল প্রধামন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলটির মাধ্যমে দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন।তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.