|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানা ঐতিহ্যবাহী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষে ছাত্র-ছাত্রীরা
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৪
সাখাওয়াত হসেন, (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে অবস্থিত বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান কর্মসুচী পালন সহ বিক্ষোভ মিছিল করেছে। আজ বুধবার সকাল ১০’টায় প্রধান শিক্ষকের বিপক্ষের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন ও রাস্তায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিষ্ঠান চত্বরে অবস্থান করে।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানের বিপক্ষের ছাত্ররা প্রধান শিক্ষক কর্তৃক, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরন করার বিরুদ্ধে অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ মিছিল করে। অপরদিকে একই সময় প্রধান শিক্ষকের পক্ষে ছাত্রীরা প্রিয় শিক্ষককে স্বাগত জানিয়ে মিছিল করছে। পক্ষের ছাত্রীরা বলেন, প্রধান শিক্ষক আমাদের প্রিয় স্যার তিনি আমাদের সব সময় পড়ালেখার খোজখবর নেয় এবং আদর করেন। পরে সেনাবাহিনীর সদস্য, থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক সহ পক্ষে-বিপক্ষের শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে লাইব্রেরীতে আলোচনায় বসেন সবাই। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক বলেন, ছাত্ররা আমার বিরুদ্ধে যে অভিযোগে বিক্ষোভ করছে তা সঠিক নয়। বিদ্যালয়ের উন্নয়ন শিক্ষার্থীদের পড়ালেখার মান-বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই কাজ করছি বলেও জানান প্রধান শিক্ষক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.