|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা বেগমের পদ ত্যাগের দাবীতে টানা আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পদ ত্যাগ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন করবেন বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কে যানচলাচল। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থী মোছাঃ বুসরা বেনজির সিদ্দিক আয়াত বলেন,টানা ১৫ বছর ধরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে দূর্নীতির আতুড় ঘর বানিয়েছেন প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা পারভীন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক দূর্নীতি,ভর্তি বানিজ্য,কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে স্বামীর জন্য প্রমোদখানাসহ নানান অপকর্মে জড়িত ছিলেন তিনি। তাই রোখসানা পারভীনের শুধু বদলী নয় চাকুরী চ্যুত করা না পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.