|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
ইএসডিও নিজস্ব তহবিল এবং উন্নয়ন কর্মীদের একদিনের বেতন মিলে ৫০ লক্ষ টাকা বন্যার্তদের জন্য ত্রান সহায়তা
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৪
ইএসডিও নিজস্ব তহবিল এবং উন্নয়ন কর্মীদের একদিনের বেতন মিলে ৫০ লক্ষ টাকা বন্যার্তদের জন্য ত্রান সহায়তা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দেশব্যাপী চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ইএসডিও। বানভাসি মানুষের জন্য সহায়তা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও ) নিজস্ব তহবিল এবং উন্নয়ন কর্মীদের একদিনের বেতন মিলিয়ে প্রাথমিকভাবে জরুরী ভিত্তিতে ৫০ লক্ষ টাকা বন্যার্তদের জন্য ত্রান সহায়তা কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইএসডিও।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক প্রশাসন ড.সেলিমা আখতার এর দিক নির্দেশনায় এই ত্রান সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আামাদের সূচনা ছিল একেবারেই অনানুষ্ঠানিক-একদল তরুণের গভীর মানবিকতার গল্প। ৮৮’র বন্যা মোকাবেলায় দিবারাত্রী বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলো এই তরুণেরা। বন্যাত্তোর পূণর্বাসন কার্যক্রম পরিচালনা করতে যেয়েই প্রতিষ্ঠিত হয় ইএসডিও। প্রতিষ্ঠা লগ্ন হতেই দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য অবিরত কাজ করে যাচ্ছে ইএসডিও।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.