|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে মাছ ধরতে গিয়ে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে রায়হান উদ্দিন রাজু (২৮) নামের এক আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এঘটনা ঘটে। জানা যায়, এলাকার কয়েকজন সহপাঠী মিলে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ বগাচতর ভূঁইয়ারহাট সুইচ গেইট সংলগ্ন খালে জাল নিয়ে মাছ ধরতে আসেন রায়হান। এসময় খালে পানির প্রবল স্রোতের কারণে জাল মারা অবস্থায় পানিতে ডুবে যান তিনি। তখন সাথে থাকা সহপাঠী ও স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রায়হান ১নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের এনায়েতুল্লা হুজুর বাড়ীর মোঃ ছলিমুল্লাহ খানের পুত্র।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.