|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি বুড়াবুড়ীর মাজার কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে অবস্থিত জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নাকুরগাছীর ঐতিহ্যবাহি বুড়াবুড়ী মাজার ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল আছরের নামাজের পর মাজার প্রাঙ্গনে বুড়াবুড়ি মাজার ও হাফেজিয়া এতিমখানার মাহতামিম মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, থানার এসআই মোঃ ফারহান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর ইসলাম চৌধুরী বেলাল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের ও মাজারের সাবেক সভাপতি আব্দুল মোতালেব সহ এলাকার সুধীজন। গত ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের দিন থেকেই আগের কমিটির কেউ না আসায় স্থানীয়রা প্রতিষ্ঠানটি পরিচালনা করছিল। গতকাল আলোচনান্তে মোঃ বদিউজ্জামানকে আহবায়ক ও বেলাল চৌধুরীকে উপদেষ্টা করে ৯ সদস্যর এডহক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ন-আহবায়ক সামছুজ্জামান, ইলিয়াছ সরদার সদস্য মাওলানা জাহিদুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রশিদ, মাসুদ রানা, রমজান সরদার ও লাবু সরদার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.