ঠাকুরগাঁও শুখানপুকুরীতে মাদ্রাসার সুপার এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানব বন্ধন ও অফিসে তালা
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখানপুকুরি ইউনিয়নের কালিকাগাঁও ডি হাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো,তোফাজ্জল হোসেন এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানব বন্ধন ও অফিসে তালা ঝুলিয়ে দেয় ।
২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে কালিকাগাঁও ডি হাট দাখিল মাদ্রাসার মাঠে শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তার দ্রুত পদত্যাগ এর দাবি করেন।
এসময় শিক্ষার্থীরা জানান, "উনি সুপারিনটেনডেন্ট পদে থাকা অবস্থায় বিগত আওয়ামী লীগ সরকারের কিছু দূর্নীতিবাজ নেতাদের সাথে একত্রিত হয়ে নিয়োগ বানিজ্য, প্রতিষ্ঠানের গাছপালা অবৈধ ভাবে বিক্রি, লুটপাট এবং অনৈতিক যৌনতার কাজে জড়িত এবং ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত দূর্নীতি করে আসছে। যা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারী ও ছাত্র /ছাত্রীদের অভিভাবক গণ সকলে অবগত। এরই প্রেক্ষিতে আমরা মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে কালিকাগাঁও ডি হাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এর পদত্যাগ এর দাবি জানাই"।
ছাত্রীরা জানায়, আমরা এই মাদ্রাসায় পড়ি কিন্তু আমাদের ছাত্রীদের জন্য কোন আলাদা ভাবে বাথরুম নেই। নিয়োগ বানিজ্য, প্রতিষ্ঠানের গাছ বিক্রয় সরকারি ও বেসরকারি দান অনুদান এর টাকা কোথায় যায়। যৌন হয়রানির সহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে আমরা সুপারের দ্রুত পদত্যাগ এর দাবি জানাই।
একপর্যায়ে ছাত্র ছাত্রী অভিভাবকরা মিলে সুপারের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
এসময় সুপার মাদ্রাসায় উপস্থিত না থাকায় সাংবাদিকরা উনার মোবাইল নাম্বারে বার বার কল দিলে তিনি কল রিসিভ করেনি।