|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজনৈতিক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৪
রাজনৈতিক জীবনে বিশটি বছর রাজপথে লড়াই সংগ্রাম করে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক পদ থেকে আজ আমি জাতীয়তাবাদী সেচ্ছাসেবদ দলের আহ্বায়ক হিসাবে এই ফরিদপুরে জেলায় দায়িত্ব পালন করে চলছি।এই বিশটি বছরে বিএনপি দলের আদর্শ বুকে ধারণ করে শত সাহস এবং নিষ্ঠার সাথে কাজ করে চলছি। এই ফরিদপুরবাসী কেউ বলতে পারবেনা আমার ধারায় কারো কোন ক্ষতি হয়েছে বা আমি কখনো করো উপর ক্ষমতার প্রভাব খাটিয়েছি। আজ আমার বিরুদ্ধে যারা চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা বানোয়াট কথা প্রচার করে চলছেন আমি এর তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানায়।
আজ শনিবার সন্ধায় ফরিদপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কথাগুলো তুলে ধরেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন মিঠু। উক্ত সম্মেলনে যার কাছে চাঁদা দাবি জানিয়ে একটি চক্র সংবাদ সম্মেলন করেছে সেই ভিকটিম উপস্থিত ছিলেন। এবং ভিকটিম নিজেই মোঃ মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধ আনিতো অভিযোগ অশিকার করেন।
সংবাদ সম্মেলন থেকে জানাযায়, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কোন সমন্বয়ক ফরিদপুরে নেই। কিছু ছাত্র ছাত্রী কে ভুলভাল বুঝিয়ে একটি ষড়যন্ত্রকারী চক্র সাংবাদিক সম্মেলন করিয়েছেন আর যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে আজ যারা স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন। সেটা একটি অবিশ্বাস্য বিজয় আর এই বিজয়কে কোন ষড়যন্ত্রকারী নির্মূল করতে পারবেনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.