|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির শহীদ বিশালের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৪
গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ বিশালের পরিবারের পাশে পাঁচবিবি উপজেলা প্রশাসন।
উপজেলার বাগগজানা ইউনিয়নের পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের সেলো মেশিন মিস্ত্রি আব্দুল মজিদুল সরকারের বড়ছেলে নজিবুল সরকার বিশাল ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন। গতকাল বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশালের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা শহীদ বিশালের বাড়ীতে উপস্থিত হয়ে তার মা-বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন, একই সময় শোকাহাত বিশালের পরিবারকে শান্তনাও দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক, শহীদ বিশালের মা-বাবা ও এলাকাবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.