|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ৪০
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মিনিবাস উল্টে বিএনপির অঙ্গ সংগঠনের আনুমাকিক ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় এদুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সদ্য কারামুক্ত অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দুটি মিনিবাস যোগে তার নিজ বাড়ী ফৌজদারহাটে যাচ্ছিলেন। তাদের বহনকৃত মিনিবাসটি কুমিরা ইউনিয়নের রয়েল গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে এ সময় গাড়ীটির সামনের চাকা পাংচার হয়ে গাড়ীটি মুহূর্তে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা প্রায় ৪০ জন গাড়ীর নিচে চাপা পড়ে আহত হয়। এ সময় স্থানীয় ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। আহতরা হলেন-২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, মোঃ আইনুল ইসলাম লিটন, নাঈম উদ্দিন রিশাদ, পল্লী চিকিৎসক ডাঃ লোকমান, নিজাম উদ্দিন, মোঃ ফারুক আহমেদ, মোঃ নাজিম উদ্দিন, শামসুদ্দিন ভূঁইয়া, আবুল বশর ভূঁইয়া, শামসুল আলম, মোঃ আবু তাহেরসহ ৪০ জন।
এদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, বারৈয়াঢালা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুটি মিনিবাস যোগে সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে তার নিজ বাড়ী ফৌজদারহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গাড়ীটি কুমিরা এলাকায় পৌঁছালে বাসের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে করে বাসটি উল্টে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আমরা এই ঘটনায় আহতদের সুস্থতা কামনা করছি। এদিকে হাসপাতলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, এ ঘটনায় আহত ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বাকি যারা আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা তাদের নিজ নিজ বাড়ীতে চলে গেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.