|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জোরপূর্বক জমি জবর দখলের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৪
পাঁচবিবিতে বজলুর রশিদ নামের এক ব্যক্তির জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
গত ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রশিদ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিবেশি আকরাম হোসেনের সঙ্গে বজলুর রশিদের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। অভিযোগকারী বজলুর রশিদের পৈত্রিক সুত্রে পাওয়া উত্তর কৃষ্ণপুর মৌজার ১৪৭ নং খতিয়ানের ৩৬৮, ৩৬৯ ও ৩৭০ দাগের ৭২ শতক জমি দখল স্বত্ত থাকার পরও প্রতিবেশী আকরাম হোসেনসহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঐ জমি দখল করেন। এসময় তিনি নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেশী আকরাম হোসেন বলেন, আমি প্রথমে অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ ও প্রশাসন আমাকে রাস্তা বের করে দিয়ে গেছে।
বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, অতিরিক্ত জমির উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.