|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে পৌর প্রশাসক নিযুক্ত হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৪
পাঁচবিবি পৌরসভায় জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী (রাজস্ব ) পৌর প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। আজ ২১শে আগস্ট বুধবার সকালে প্রশাসনিক নির্দেশে তিনি পৌরসভায় যোগদান করেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।জানা যায়,সারা বাংলাদেশে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে যেসব পৌরসভায় পৌর মেয়র অনুপস্থিত রয়েছে সেসব পৌরসভায় পৌর প্রশাসক নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।উল্লেখ্য, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দীর্ঘ দেড় যুগ ধরে দায়িত্ব পালন করাকালীণ জনপ্রিয়তার কারণে পরপর ৩বার তিনি পৌর মেয়র নির্বাচিত হন। গত ৫ আগস্ট কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.