|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসা কমিটি
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৪
দেশের সব বেসরকারি স্কুল,কলেজ এবং মাদরাসা
কমিটি ভেঙে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রসাশকদের দায়িত্ব দেওয়া হয়েছে।২০ আগস্ট মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাক্ষারিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলাহয় বিদ্যামান পরিস্হিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভানিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভনিংবডি ও ম্যানেজিং কমিটি
প্রবিধানমালা ২০২৪এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী
নির্দেশনা দেওয়া হলো যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
এতে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.