|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিএনপি নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীর জামিন
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৪
রাষ্ট্রদ্রোহীতার মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহীতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে লায়ন মোঃ আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল। ২০১৬ সালের ২৬ মে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী দীর্ঘ আট বছরের বেশী সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায় জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি। এদিকে তার জামিনে খুশি সীতাকুণ্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.