|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির শহীদ বিশালের পরিবারকে বিজিবির সহায়তা প্রদান
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৪
গত’৪ আগষ্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া কলেজছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারকে ৩’লাখ টাকা সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের ছেলে বিশাল (২১)। সে পাঁচবিবি বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল। সোমবার সকাল ১১’টায় বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি শহীদ বিশালের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে এ টাকা তুলে দেন। এছাড়া বিশালের পরিবারকে চাল, ডাল, ময়দা ও সোয়াবিনের তেল দেওয়া হয় বিজিবি পক্ষ থেকে। এসময় ব্রিগেডিয়ার জেনারেলের সঙ্গে ছিলেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পাঁচবিবি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হোসেন চৌধুরী সহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও গ্রামবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.