|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে সাবেক সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৪
ফেনী-৩ আসনের সাবেক সাংসদ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম মুহাম্মদ মোশাররফ হোসেন এমপির ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমিরাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মরহুমের স্মৃতিচারণ দোয়া ও আলোচনা সভা ১৮ আগস্ট রবিবার বাদ মাগরিব আমির উদ্দিন মুন্সির হাটে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ সচিবালয়ে সাবেক কর্মকর্তা কর্মচারী (২য় শ্রেণির) সংযুক্ত পরিষদের প্রাক্তন সভাপতি নুরুল আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার টিপু, বিএনপি নেতা করিমুল হক, আনোয়ার হোসেন, জামায়াতের নেতা ডাঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবক আলাউদ্দিন ভুট্টু, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুন নবী।
স্মৃতিচারণকালে বক্তাগণ বলেন, মরহুম মোশাররফ হোসেন দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন আজকের এইদিনে আমরা তার শুন্যতা অনুভব করছি।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ ও কোটা আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.