|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
যেসব পণ্যের দাম কমবে প্রথম ধাপে,প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৪
যেসব পণ্যের দাম কমবে প্রথম ধাপে,প্রাণিসম্পদ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরই পণ্যের দাম কমানোর দিকে নজর দিয়েছেন ফরিদা আখতার।
তবে এক বারেই সকল পণ্যের দাম কমানো সম্ভব না। সেক্ষেত্রে শুরুতে অগ্রাধিকার দেওয়া হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমানোর। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদা আখতার।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এ ছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।
’
এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদেরকে ১০ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়েছে। এ বিষয় নিয়েও কথা বল বলেছেন প্রাণিসম্পদ উপদেষ্টা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.