|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ইটালি প্রবাসীর বাড়ি ডাকাতি
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৪
ফরিদপুর সদর ২৭ নং ওয়ার্ড পূর্ব কাফুরা গ্রামের ইটালি প্রবাসী মোঃ রফিকুল ইসলাম (রফিকের) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায় গত শুক্রবার আনুমান রাত ১২ টায় থেকে ২টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানায়,চার থেকে পাঁচ লোক ঘরের দরজা ভেঙ্গে নগত অর্থ দেড় লক্ষ টাকা,গহনা, টিভি শাড়ি,মূল্যবান জিনিসপত্র সহ অনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
প্রবাসী রফিকের স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘদিন ইটালিতে থাকেন দুইটি শিশু মেয়ে সহ বৃদ্ধা শাশুড়িকে নিয়ে আমি থাকি। এলাকায় আমাদের সাথে কারো কোন ঝগড়া বিবাদ নেই। জীবন তিনি অনেক কষ্ট করে বড় হয়েছেন। কোন ধরনের ঝামেলা তিনি পচন্দ করেনা। বিদেশে যাওয়ার কারনে আমার পরিবার একটু সচ্ছলতার মধ্যে এসেছি। হয়তো এটাই আমাদের কাল হয়েছে। তিনি আরো বলেন, ডাকাতি করার সময় যদি আমরা চিৎকার চেশামেচি করতাম তাহলে আমাদের সবাইকে মেরে ফেলে রেখে যেত। ডাকাতরা চলে যাবার পরে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।এই ঘটনার সাথে আমাদের পারা প্রতিবেশী একজনকে সন্দেহ হয়েছে এবং তার সাথে অজ্ঞাতনামা আর তিন চার জন ছিল। আমার স্বামীসহ পরিবারের লোকদের সাথে কথা বলে থানায় মামলা করবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.