|| ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন গ্রেফতার : জেল হাজতে প্রেরন
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৪
ঠাকুরগাঁওয়ে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন গ্রেফতার : জেল হাজতে প্রেরন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করা হয়।
শনিবার তাকে আদালতে তোলা হলে জেল হাজতে প্রেরন করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে সাদা পোশাকধারী পুলিশের একটি দল।
জানা যায়, ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসুচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামীরা শিক্ষর্থীদের উপর হামলা করে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদি হয়ে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রাজিব কুমার রায় রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.