|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। শনিবার(১৭ আগষ্ট) সকাল থেকে উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করতে দেখা যায়। শিক্ষার্থীরা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম, দক্ষিণ বাইপাস ও উপজেলা পরিষদে বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপণ করেন। এসময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হতে দেখা যায়। এর আগে শিক্ষার্থীরা দেওয়ালিকা অঙ্কন, দুর্নীতি, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতিবাদমূলক ও সচেতনমূলক লেখনির মাধ্যমে তাদের ভাষা প্রকাশ করতেও দেখা যায়। এছাড়াও বিভিন্ন হাট-বাজার, প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তদারকি করেন। সীতাকুণ্ড বৈষম্যবিরোধী শিক্ষার্থী মোঃ রাফি বলেন, আজ আমরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছি। এর আগে দেওয়ালিকরণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলাম। একটি সুন্দর ও স্মার্ট সীতাকুণ্ড গড়ার লক্ষ্যে আমরা শিক্ষার্থীরা কাজ করে যাবো। আমরা সমাজে অনিয়ম, দুর্নীতি, মাদকাসক্ত থেকে তরুণ সমাজকে দূরে রাখতে কাজ করছি। আশা করি আমরা সফল হবোই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.