|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটির সভা
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটির সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের ৬ উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।১৬আগস্ট শুক্রবার মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমানের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বার। সভার শুরুতেই বৈষম্য ছাত্র আন্দোলনের অর্জিত বিজয়ের সময় নিহত দের স্বরনে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনের আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এডভোকেট মজিবুর রহমান বলেন গত স্বৈরাচার সরকারের আমলে শুধু মুক্তিযুদ্ধাই না দেশের সব মানুষকেই অত্যাচার ও লাঞ্ছনা শিকার হতে হয়েছে যে আওয়ামী লীগ করে সেই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ না করলে সে হয় রাজাকার এই ছিল তাদের নীতি এখন সময় এসেছে বঞ্চিত ও লাঞ্ছিত যত মুক্তিযোদ্ধা আছে বের করে তাদেরকে অন্তত মর্যাদার আসনে বসানো এটাই আমাদের কাম্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক বাবুল সরকার, বীর মুক্তিযোদ্ধা খালেক শিকদার, সেলিম মোল্লা, মোশারফ হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বার, সদস্য এডভোকেট তোতা মিয়া, নজরুল ইসলাম বাচ্চু ফরহাদ ব্যাপারী, আনোয়ার হোসেন ঢালী,নুরুজ্জামান ঢালী, হামিদ শেখ, নাসির উদ্দিন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জাকির, আনোয়ার হোসেন মোঃ ফারুক প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.