|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবু রায়হান নামে এক ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওই দিন বিকালে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নিলাখিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
এরই জের ধরে সন্ধ্যায় সাজিমারা গ্রামের আওয়ামী লীগ নেতা নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে দলবল ও তার বাহিনীর লোকজন নিয়ে একই গ্রামে আমার, আমার ভাই ও ভাগনের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় বাঁধা দিতে গেলে ৬ জনকে পিটিয়ে আহত করা হয়।
তাই সংবাদ সম্মেলনে নৌরুজ মিয়া ও তার ভাই সহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.