|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
জাবিতে খালেদা জিয়ার জন্মদিন ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৪
তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোটা আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট, শুক্রবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: নবীনূর ইসলাম নবীন এর নেতৃত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক যুগ্ম- সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক এর সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন, শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহবায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদসহ ছাত্রদলের ও অঙ্গসংগঠনে নেতা কর্মীর উপস্থিত ছিল।
নেতা কর্মীরা বেগম জিয়ার জন্মদিনে রোগ মুক্তি ও কোটা আন্দোলনের নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.