|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
নবীনগরে বিয়ে বাড়িতে রাতে চাঁদা দাবি না পেয়ে সকালে হামলা এতে আহত-৫
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ৯নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে বিয়ে বাড়িতে হামলায় ৫ জন আহত হয়েছে। সেইসাথে বিয়ে বাড়ির প্যান্ডেল, চেয়ার-টেবিল, ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন লাকি বেগম, শামিম মিয়া, জাহাঙ্গীর আলম, মোঃ মামুন ও মোঃ মহসিন। তারা সবাই বর্তমানে নবীনগর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় একই গ্রামের মোঃ সফর মিয়া সহ ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা ও অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইউনুছ মিয়ার বাড়িতে তার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন অভিযুক্ত সফর মিয়ার ছেলে ও তার সঙ্গীদের অনুষ্ঠানে আসা মেহমানদের সাথে খারাপ আচরন করলে উভয় পক্ষের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরই পেক্ষিতে শুক্রবার সকাল ১০ টার দিকে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়ার বিয়ে বাড়িতে অভিযুক্ত সফর মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে চাদাঁ দাবী করেন এবং এক পর্যায়ে চাদাঁ না পেয়ে বিয়ে বাড়ির প্যান্ডেল, টেবিল-চেয়ার ও ঘরবাড়ি ভাংচুর শুরু করে স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যান। এসময় ভাংচুরে বাধাঁ দিতে আসলে ৫ জন গুরুতর আহত হন।
এব্যাপারে মোঃ ইউনুছ মিয়া বলেন, এঘটনার সাথে জড়িত ১০ জনের নামে তিনি নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ন্যায় বিচার কামনা করেন।
এব্যাপারে অভিযুক্ত সফর মিয়া বলেন, তিনি এঘটনার সাথে জড়িত নন, তিনি দুপক্ষের ঝগড়া সমাধানে এগিয়ে গেছিলেন মাত্র।
এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসাইন জানায়, এব্যাপারে আমার হাতে এখনো কোন অভিযোগ আসেনি, অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.