|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
বিজয়ী ছাত্র জনতা , রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৪
দেশের অকুতোভয় ছাত্র -জনতা মাত্র কয়েকটি দিনের মধ্যেই পাল্টে দিয়েছে বাংলার রূপরেখা,
বাংলার মাটিতে এমনটি হবে স্বপ্নেও ভাবেনি কেউ তাহা
এমন কাজ করে দেখিয়েছে বীর,বিজয়ী ছাত্র -জনতা
জুলুম নির্যাতন আর জীবনের মায়া ত্যাগ করে
এগিয়েছে ছাত্র-জনতা বীরের মতো মানুষের স্বার্থে
সম্পদশালীর জীবনে সাথী যদি কেউ না থাকে পাশে
কাঁদবে সেদিন একলা বসে ফেলে আসা পথের বাঁকে
সময় থাকিতে হবে ভাবিতে সাধারণ মানুষের কথা
তোমাদের বিপদেই আসবে কাজে সে সব মানুষেরা।
ক্ষমতাবান ব্যক্তিরা তোমাদের বলছি শোনো তা
ক্ষমতা থাকা অবস্থায় মানুষদের ভুলে যেও না,
মানুষের পাশে থাকবে যে সে হয় মহান
দেশের মানুষ তাকেও দেয় অধিক সম্মান।
ক্ষণিকের জীবনে বেঁচে থাকার জন্য একটি মানুষের কত টাকা প্রয়োজন?
সাধারণ মানুষের প্রশ্ন তা
শোনো বলি হে বিত্তশালীরা উদার মনে মানুষকে ভালোবাসো,
মানুষের ভালোবাসা ছাড়া তার বিকল্প কিছুই হতে পারেনা।
সুন্দর এ জীবনে মানুষ যদি না থাকে পাশে
বিষাদে মন যাবে ছেয়ে আনন্দঘন দিন শেষে ।
ক্ষণিকের দুনিয়ায় অঢেল সম্পদ আর ক্ষমতা পেয়ে, অন্যের উপরে অবিচার ও ক্ষতি করে
আল্লাহর কথা যে গেছে ভুলে
দুনিয়ার উপরে তাদের বিপদ বেড়েই চলে।
সততা, আদর্শ, ন্যায়, নীতির সঙ্গে
এগিয়ে যেতে হবে ছোট্ট জীবনে।
লেখক পরিচিতি:
প্রবাসী গণমাধ্যমকর্মী ,লেখক, কবি ও সাংস্কৃতিক সংগঠক। সৌদি আরব
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.