|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আদালতে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন: উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৪
পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আদালতে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন: উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রত্যেকটা ইন্সটিটিউশন ধ্বংস করেছে। বিজিবি, পুলিশ, আনসার ও র্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব বানিয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। আমার সঙ্গে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে। ওরা বলেছে-আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।’
বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করবো, বিচার পাইয়ে দেওয়ার। আমরা কিছু কিছু পদক্ষেপে নিয়েছি। অ্যাকশন নেওয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে, যেগুলো টপাটপ করা যায় না। সেই প্রসেসের মাঝে কাজ হচ্ছে।’
ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে কিছু রেকমেন্ডেশন চলে গেছে উল্লেখ করেন তিনি।
এ সময় আগামী বৃহস্পতিবারের মধ্যে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.