|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট সীমান্তবর্তী সনাতন ধর্মালম্বীদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা।।
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৪
বর্তমান বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে দুর্বৃত্ত কর্তৃক সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর ভাংচুর, দোকান-উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি ও হত্যার ঘটনায় আজ সোমবার বেলা ১১টায় জয়পুরহাট-পাঁচবিবি ধলাহার ইউনিয়নে শিংপাড়া গ্রামে রাধা গোবিন্দ মন্দিরে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন (বিজিবিএমএস, পিএসসি)।
বিশেষ অতিথি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোঃ শাহ আলম, পাগলা দেওয়ান বিওপি কমান্ডার সুবেদার কাজী মেহেদী হাসান, পুরোহিত শ্রী খিতিশি চন্দ্র, আদিবাসী নেতা রুমেন হেমব্রম, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী স্বপন শিং, আব্দুল আল নোমান, মন্দির পূজারী পিয়াসী রানী, শ্রী অনিল শিং, ধলাহার ইউনিয়ন বিএনপির সম্পাদক সাবু মাষ্টার ও আতোয়ার রহমান প্রমুখ।
বর্তমান পরিস্থিতিকে ভয়ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা করা, কোন সমস্যার সম্মুখিন হলে তাৎক্ষনিকভাবে বিজিবিকে জানানো, কোনভাবেই গুজব ও উস্কানীমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ছবি-ভিডিও) প্ররোচিত না হয়ে সতর্ক থাকা, পরিস্থিতি বিবেচনায় সনাতন ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অধিক টহল তৎপরতা বৃদ্ধি ও যেকোনো জাতি গোষ্ঠির পাশে বিজিবি অত্যন্ত শক্তভাবে পাশে থাকবে বলে সভায় বক্তারা জানান।
এ মতবিনিময় সভায় পত্নীতলা ব্যাটালিয়নের প্রায় শত কি.মি. সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় কোন অনাকাঙ্খিত ঘটনা না হওয়ায় প্রধান অতিথি সকলকে অভিনন্দন জানান। সভায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দসহ ৫টি গ্রামের ৩৫০টি পরিবারের প্রায় ৩ হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেষে মন্দিরের উন্নতিকল্পে প্রধান অতিথি নগদ ২০ হাজার টাকা পুরোহিতের হাতে প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.