|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্র সমাজ
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল সভাকক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়, আরএমও ডা. সাকিফ মোহাম্মদ সাব্বির ও ডা. তানজীর ফাহাদ।
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এমদাদুল হক রেদোয়ান, মেহেরাজ শোভন, ফাহিম, সালমান, রিয়াজ, ইফতেখার শেখ, আইমন উদ্দিন, তানভীর হোসাইন, মিজাজ হোসাইন, মুনতাসির কাইফ, মো. তুহিন, সাহেদ প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের অনুমতি নিয়ে ছাত্ররা হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তারা ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। টয়লেট, রান্না ঘর, নামাজ ঘর পরিদর্শন করেন। হাসপাতালে কিছু কিছু অব্যবস্থাপনার কথা ছাত্ররা তুলে ধরেন । স্বাস্থ সেবার মান ও পরিবেশ উন্নয়নে সরকার ও স্থানীয়দের করনীয় বিষয়ে একটি সুন্দর আলোচনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.