|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৪
সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন-সহিংসতার জেরে সারাদের ন্যায় এক সপ্তাহের মতো চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশ-লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।
এ অচলাবস্থার পর সোমবার (১২ আগস্ট) সীতাকুণ্ড মহাসড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। সীতাকুণ্ড পৌরসদর, সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস, ফৌজদারহাট লিংক রোডে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এক সঙ্গে কাজ করছেন। গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা, তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে ফৌজদারহাট ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগদান করে গাড়ী চালক ও শিক্ষার্থীদের মাঝে ফুল এবং মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, টিআই রফিক আহম্মদ মজুমদার, টিআই আবদুল্লাহ, সাজেন্ট মাহাবুব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্থানীয় সমাজ সেবকসহ অনেকে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর ১১টি দাবীতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.