|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে বিজয় মিছিল
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে বিজয় মিছিল করেছে ছাত্রদলে ও যুবদলের নেতাকর্মীরা।
১২ আগষ্ট সোমবার সকালে তিতুমীর কলেজ ছাত্র দলের সহ - সভাপতি মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই বিজয় মিছিল করে। বিজয় মিছিল মতলব উত্তর উপজেলায় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সুজাতপুর বাজারের ভিবিন্ন রাস্তা প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আক্তার হোসেন, যুদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সিঃ সহ সভাপতি মোঃ বাদল পাটোয়ারী, সাবেক ছাত্রদলের সভাপতি লিটন সরকার সহ আরো অনেক।
বক্তারা বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এবিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা আগুন দেয়া ও লুটপাট করা যাবেনা। যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা প্রতিহিংসা বিশ্বাস করিনা। আমরা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় ধরে রেখে নতুনরুপে বাংলাদেশ গড়তে চাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.