|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ীর জায়গা নিয়ে বিরোধের জেরে এক যুবক কে কুপিয়ে খুন করেছে আপন জেঠা ও জেঠাতো ভাই। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৩টার সময় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড দক্ষিণ বগাচতর এলাকার হাক্কানী বাড়ীতে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, ঐ এলাকার মোঃ ইলিয়াছ এর পুত্র মোঃ সুমন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমনের সাথে আপন জেঠা মোঃ মামুনের দীর্ঘদিন ধরে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মামুন এবং মোঃ মিলন নিজ বাড়ীতে মোঃ সুমনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, বাড়ীর জায়গার বিরোধ নিয়ে সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর এলাকায় ছুরিকাঘাতে মারাত্মক জখম হন সুমন নামে এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে স্থানীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.