|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরের ছেংগারচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৪
ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (১১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজারে এই মিছিল করে। ছেংগারচর বাজারের চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছেংগারচর সরকারি কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, এই জয় ছাত্র ও জনতার। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যা করতে পারি নাই, ছাত্ররা তা করে দেখিয়েছেন। তাই আমি মনে করি এই জয়ের ক্রেডিট ছাত্রদের। বিএনপি সবসময়ই শান্তি প্রিয় দল। আমরা দেশের জনগণ যাতে
শান্তিতে থাকতে পারে সেভাবে অবস্থান করতে হবে। আমাদের মাধ্যমে একজন সাধারণ মানুষও যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বক্তারা আরো বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। এই বিজয় ধরে রাখতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে। বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, দুলাল সরকার, বিল্লাল ফরাজী, যুবদল নেতা বাপ্পী সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মানিক ফরাজী, সাবেক ছাত্রনেতা মাইনুদ্দীন ফরাজী, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা আনিছ বেপারী, রিদয় মিয়াজী, পৌর তাঁতী দলের সভাপতি মো. আবুল, পৌর যুবদল নেতা বাতেন মোল্লা, পৌর কৃষকদল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, পৌর ছাত্রদল নেতা গাদ্দাফী দেওয়ান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.