|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত ৬ জন গুলিবিদ্ধ
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৪
ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ছয় জন কর্মকর্তা-কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা সবাই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এস আলম গ্রুপের হয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার অনুসারী নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের এভিপি সংবাদমাধ্যমকে বলেন, ‘এস আলমের নিয়োগপ্রাপ্ত ডিএমডি মিফতাহ পিস্তল দিয়ে গুলি করেছে। এতে আমাদের ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।’
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দাবি করে বলেন, ‘এস আলম গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।’
রবিবার সকাল ৮টার দিকে বৈষম্যবিরোধী ব্যাংকার সামাজের ব্যানারে আন্দোলন শুরু করেন কিছু ব্যাংক কর্মকর্তা-কর্মচারী। এ সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে এবং গোলাগুলি ঘটনা ঘটে। এতে ব্যাংকের পাঁচ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে সামনে আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.