|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা প্রত্যাহার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম আজ রোববার এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্টসূত্রগুলো বলছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলাটি ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আর কোন বাধানেই।
এর আগে ৭ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পান ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.