|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৪
ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য : জেলা বিএনপির সদস্য ডা. শামীম সরকার
দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা ও নেতাকর্মীদের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি নেত ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য ডা. শামীম আহাম্মেদ সরকারের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউন করা হয়েছে। রবিবার ১১ আগষ্ট সকালে মতলব উত্তর উপজেলার বাংলা বাজার এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে বেলতলী শাহ হযরত সোলায়মান লেংটার মাঝার জিয়ারত করে ছেংগারচর পৌরসভা, নতুন বাজারসহ বিভিন্ন স্থান গুরে ফতেপুর পূর্ব ইউনিয়নের নিজ বাড়ি (ডাঘুরকান্দি) রসুলপুরে যান।
বিভিন্ন স্থানে পথসভায় ডা.শামীম আহাম্মদ সরকার বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এবিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা আগুন দেয়া ও লুটপাট করা যাবেনা। যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা প্রতিহিংসা বিশ্বাস করিনা। আমরা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় ধরে রেখে নতুনরুপে বাংলাদেশ গড়তে চাই।
এসময় মতলব উত্তর -দক্ষিন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.