|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুক্তিযোদ্ধা পরিচয়ে জমি দখলের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৪
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত জয়নাল রাড়ীর পৈএিক সম্পতি জোরজবস্ত দখলের অভিযোগ ওঠে মুক্তিযোদ্ধা তাফাজ্জাল এর বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানা যায় মৃত আব্দুল হক রাড়ীর ছেলে মৃত জয়নাল রাড়ীর পৈএিক সম্পতির উপড় ঘর তুলে রাখেন মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মৃত জয়নাল রাড়ীর ছেলে সোহাগ জানান, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা চাচাতো দাদা তোফাজ্জল হোসেনকে আমি এবং আমার চাচা আমাদের জায়গা থেকে ঘরটি তুলে নেওয়ার জন্য অবগতি করি, কিন্তু সে না সরিয়ে আমাদেরকে বলেন আমি মুক্তিযোদ্ধা আমি এ ঘর এখান থেকে সরাবোনা পারলে তোরা সরিয়ে দে। এবিষয়ে ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার ও মতলব থানার সাবেক অফিসার ইনচার্জ মহিউদ্দিন এলাকাবাসিকে নিয়ে একাধিক বার শালিস বিচার করেন। এবং তারা মুক্তিযোদ্ধা তাফাজ্জাল কে ঘরটি তুলে নিতে বলেন এবং তিনি সরিয়ে নিবেন বলে স্বিকার করলেও এখনো পর্যন্ত তিনি ঘরটি সরাননি। সরজমেনি গেলে এলাকাবাসি বাংলার অধিকারকে জানান, মুক্তিযোদ্ধা তাফাজ্জাল এর ছেলে পুলিশ এর চাকরি করায় এতিম ও অসহায় পরিবারের জায়গা অন্যায় ও জুলুম ভাবে জোরদখল করে রেখেছেন। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা মুক্তিযোদ্ধা তাফাজ্জাল এর বিরুদ্ধে ১৪৫ ও ৭ ধারা মামলা করেছেন যা কিনা আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে। এবিষয়ে মুক্তিযোদ্ধা তাফাজ্জালের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এলাকাবাসি কে নিয়ে একাধিক বার বসেছি, আমি আবার বসতে প্রস্তুত যদি তারা আমার কাছ থেকে জায়গা পায় আমি তাদের জায়গা ফিরত দিবো তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনা তাদের সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.