|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি পৌর শহরকে পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিছন্নতা অভিযান পরিচালনা করলেন মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ৫২ নম্বর মুক্ত রোভার স্কাউট গ্রুপ,পাঁচবিবি বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ ও কোটা বিরোধী ছাত্র আন্দোলন কমিটির উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে,আজ শনিবার সকাল থেকে তারা একযোগে সারাদিনব্যাপী প্রখর রৌদ্রের উত্তাপকে উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে রেলস্টেশন মোড়,পাঁচমাথা মোড়, তিনমাথা, বাসস্ট্যান্ড, বারোয়ারী চত্তর রাখীর মোড়সহ পাঁচবিবি বাজারের বিভিন্ন সড়কে ও স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন।
স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ মেজবাহুল ইসলাম জানান,নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবসময় ভালো কাজের সঙ্গে আছি এবং ভালো কাজের সঙ্গে থাকবো।
এ বিষয়ে উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ জয়নুল আবেদীন বলেন,যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনাশ্রমে স্কাউটের সদস্যরা দেশ ও দশের সেবা করে যাবে।
এর আগে গত শুক্রবার।ট্রাফিক পুলিশের এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.