|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পদত্যাগ করলেন প্রধান বিচারপতি
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৪
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন।
কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে আজ শনিবার (১০ আগস্ট) সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নির্দেশনায় ভার্চুয়ালি ফুলকোর্ট সভা হওয়ার কথা ছিল। পরে বেলা ১১টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের এ আলটিমেটাম দেন।
পরে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়।
এরপর পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.