|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজী সদর ইউনিয়নে সর্বদলীয় আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে সর্বদলীয় আইনশৃঙ্খলা মিটিং শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ভৈরব চৌধুরী বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সদর ইউপির সাবেক সদস্য ও ফেনী জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগির এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ নুরুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন - সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর।
প্রধান বক্তা ছিলেন - জামায়াত নেতা ও মানবাধিকার কর্মী আবদুল কাইয়ুম নিশান। বিশেষ বক্তা ছিলেন - সমাজসেবক আবদুল মমিন খান ও জেলা যুবদল নেতা সাঈদ হোসেন আইবি প্রমূখ।
বক্তাগণ সকল নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যারা চুরি ডাকাতি ও লুটপাট করে তাদের দায়ভার দল নিবেনা, সবাইকে প্রতিশোধের মানসিকতা ত্যাগ করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ করেন।
এসময় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ আশপাশের ২শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.