|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিকদের সাথে কুলিয়ারচর উপজেলা বিএনপির মতবিনিময়
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
কিশোরগঞ্জ কুলিয়ারচরে চলমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সাংবাদিকদের সাথে কুলিয়ারচর উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে।
শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ-আলম।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে কুলিয়ারচরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ শরীফুল আলমের নির্দেশে আমরা উপজেলা ব্যাপী মাইকিং করে সকলকে শান্ত থাকার আহবান করি এবং কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত কয়েকদিন যাবৎ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বাজার, বাসস্ট্যান্ড বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করনে পাহারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় মতবিনিময় সভা করি। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দলের কেউ যদি কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে বা কোনো রকম অপরাধ মূলক কর্মকাণ্ড লিপ্ত হয় তবে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না এবং দল থেকে বহিষ্কার করা হবে। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে যান, আমরা আপনাদের সার্বিক ভাবে সহয়তা করবো।
উল্লেখ্য, কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.