|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে মধ্য রাতে ডাকাত আতঙ্ক, এলাকায় এলাকায় মাইকিং
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
হঠাৎ রাজশাহীতে মধ্য রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। তবে সেনাবাহিনী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাতরা। বৃহস্পতিবার রাতে নগরীর বেলদারপাড়া, সাগরপাড়া, শিরোইল, মিহষবাথান, শালবাগান, টিকাপাড় ভদ্রা এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী মাইকিং করে রাস্তায় বের হোন। খবর পেয়ে ছুটে যান সেনাবাহিনীর সদস্যরাও। প্রতিরোধের মুখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
বেলদারপাড়া এলাকার স্থানীয় উত্তম কুমার নামের এক ব্যক্তি জানান, তার এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। তার বাড়িতেও ডাকাতির চেষ্টা হয়েছিল। কিন্তু এলাকাবাসীর রাস্তায় বের হওয়ার পরে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ছুটে যান।
তৌহিদ ফেরদৌস তন্ময় তার ফেসবুকে লিখেন ডাকাত আতঙ্কে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং চলছে। এলাকাবাসীর সচেতনতায় পালিয়ে যায় ডাকাতরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.