|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করছেন ছাত্ররা
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
নতুন বাংলাদেশ গড়তে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে ট্রাফিক পুলিশের এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির উপজেলা শাখার স্কাউটবৃন্দ।
সরজমিনে দেখা গেছে,আজ শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী তিনমাথা,পাঁচমাথা, রেলস্টেশন মোড়, বাসস্ট্যান্ড,রাখীর মোড়, দানেজপুর সোনালী ব্যাংক রেলগেট মোড়সহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং বিকেলে পাঁচবিবি কাঁচা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির পক্ষ থেকে উপজেলা স্কাউটের ছাত্ররা।এ খবর পেয়ে বিকেলে এসব দায়িত্ব পালনরত দেশপ্রেমিক ছাত্রদেরকে আরো উৎসাহ দিতে মোহনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক আকতার হোসেন বকুল একটি করে চিপস ও এক বোতল পানীয় উপহার স্বরূপ প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.