|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
নবীনগরের আতংকে দিন কাটাচ্ছেন নারুই গ্রামের কয়েকটি পরিবার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন এর নারুই গ্রামের কয়েকটি পরিবার সহ সমস্ত গ্রাম আতংকে ও ভয়ে দিন কাটাচ্ছেন সন্ত্রাসী ও জবরদখলকারী রিপন বাহিনীর ভয়ে জানালেন গ্রামের কয়েকটি পরিবার।
৮ ই আগষ্ট ঐ এলাকায় গিয়ে দেখা যায় একটি লোক লাঠি ভর করে হাঁটছেন কথা হয় তার সাথে তিনি জানান তার নাম নুরুল ইসলাম তিনি ও রিপন বাহিনীর তান্ডবে আজ পুঙ্গু হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন হারিয়েছেন বাপদাদা ও নিজের জমিজমা এ সময় তিনি জানান সন্ত্রাসী জবরদখল কারী খুনী রিপন আমাকে পাঁচ মাস আগে তার বাহিনী দিয়ে ধরে নিয়ে বেদম মারধর করে আমাকে পুঙ্গু করে দেয়, শুধু আমাকে না এই নারুই গ্রামের অনেক পরিবার কে সে পথে বসিয়ে দিয়েছে নিয়ে গেছে তাদের জমিজমা জোর করে।
কথা হয় নুরুল ইসলামের পাশের বাড়ির কয়েকজনের সাথে উনারা জানান গেল কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে রিপন মুন্সির সন্ত্রাসী বাহিনী জামালের নেতৃিত্বে পাচ ছয়টি গরু নিয়ে যায় পরে নয় শত নিরানব্বই এ ফোন দিলে পুলিশ এসে কয়েকটি গরু উদ্ধার করে, পরে পুলিশ কে খবর দেওয়ার অপরাধে প্রতিদিন রাতে রিপন মুন্সির সন্ত্রাসীরা আমাদের ঘরে ঢিল মারে অশালীন গালাগাল করেন, এই তো দুই দিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন আমাদের বাড়ি সহ কয়েকটি বাড়িতে উঠানে রাখা খরের পাড়ায় আগুন দেয় সন্ত্রাসীরা, পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিবায়, আমরা নিরীহ মানুষ এই অত্যাচারী কতিপয় শিল্পপ্রতি জবরদখল কারী খুনী সন্ত্রাসী রিপন এর তান্ডব থেকে আমরা গ্রামবাসী বাঁচতে চাই আমাদের বাঁচান।
সরকার পতনের পর থেকে প্রতিদিন আতংক দিন কাটাচ্ছি আমরা বর্তমান সরকার ও সেনাবাহিনীর কাছে আমাদের নিরাপত্তা চাই।
এ বিষয় টি জানতে নারুই গ্রামের জামাল মিয়া কে বার বার ফোন দিলে ও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি ।
উল্লেখ্য নবীনগর উপজেলার নারুই নাটঘর গ্রামের রিপন মুন্সির নামে জবরদখল নিরীহ মানুষের উপর হামলা মানুষ কে ঝাড়ু দিঘি নামের বাড়িতে ধরে নিয়ে নির্যাতন মোটা অংকের টাকা জরিমানা করা সহ অসংখ্য সংবাদ জাতীয় টিভি ও পত্রিকায় প্রকাশিত হয়েছে তবে কোন অপশক্তি ও কালো টাকার কারণে সে অপরাধ করে ও দিব্যি তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন,,
তবে এ বিষয় টি মানতে নারাজ শিল্পপ্রতি রিপন মুন্সি তিনি বলেন আমি এলাকায় আসার পর থেকে এলাকায় শান্তি বিরাজ করছে আগে এলাকায় মারামারি ও দাঙ্গা লেগে থাকতো মূলত ভালো কাজ করেছি বিদায় আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে,,
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.