|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারের পাশে বিএনপি নেতা ড. জালাল
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২ জন। এরা হলেন উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া গ্রামের সবু বেপারি ছেলে পারভেজ (৩০) ও ঠেটালিয়া গ্রামের শাহ আলম বেপারির ছেলে দ্বীন ইসলাম (২৫)। সেই নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মুহাম্মদ জালাল উদ্দীন । শুক্রবার ৯ আগষ্ট বিকেলে ড. জালাল উদ্দীন দলীয় নেতাকর্মীদের নিয়ে নিহতদের বাড়িতে যান। এসময় শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং ৬ লক্ষ ২০ হাজর টাকা আর্থিক সহযোগিতা করেন। ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। এসম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারি , উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, বিএনপি নেতা কাইয়ুম মুন্সী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপু, সদস্য সচিব ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ন আহমেদ হাসানুজ্জামান নোমান, মুরাদ ব্যাপারী, সাইফুল ইসলাম বাবু, নাসির মৃধা, সদস্য আলা- আমিন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, পৌর বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন : ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারের খোজখবর নিলেন বিএনপি নেতা ড. জালাল
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.