|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দাকোপের কৈলাশগন্জে পুর্ব শত্রুতার জেরধরে সংখ্যালঘু বিধান মৃধার বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট।
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৪
খুলনা ব্যুরো অফিস
খুলনার দাকোপের কৈলাশগন্জ ইউনিয়নের ধোপাদী মধ্যে পাড়া সংখ্যালঘু পরিবার বিধান মৃধার বসত বাড়ি ভাংচুর লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এলাকা সুত্রে যানাযায় কৈলাশগ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রশিদ গাজির নেতৃত্বে ৫-ই আগস্ট সোমবার রাত ১১ টার দিকে একদল উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী ৩০/৪০ জনের সংঘবদ্ধ দল সংখ্যা লঘু বিধান মৃধার বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলাযজ্ঞ চালায়, বিধান বাধা প্রদান করতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের দেশিও অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ঘরে থাকা নগত ১ লক্ষ ৩০,০০০ হাজার টাকা, আসবাবপত্র সর্নালংকার লুটপাট করে বসতঘর,পুজামন্দির, ভাংচুর করে জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে বিধান মৃধা বলেন আওয়ামী লীগের ছত্র ছায়ায় থেকে একাধিক মামলার আসামী রশিদ গাজী দীর্ঘ দিন যাবত সিমানা পিলার, তক্কত, নকল ম্যাগনেট সহ পুলিশের হাতে গ্রেফতার হয়।
মামলায় আমাকে সাক্ষী দেয়ার কারনে দেশের এই ক্লান্তী লগ্নে পুর্ব শত্রুতার জের মেটাতে আমার বসত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে ও আমাকে জীবনের তরে শেষ করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় আমি এদের অমানবিক তান্ডবে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.