|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটছে, তাতে আমার মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার ৫ আগস্ট বিবিসিতে দেওয়া এক সাক্ষাতকারে জয় এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।
সজীব ওয়াজেদ বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ একটি দরিদ্র দেশ ছিল। আজকের আগ পর্যন্ত বাংলাদেশকে এশিয়ার একটি উদীয়মান বাঘ হিসেবে বিবেচনা করা হতো দেশের মানুষ বুঝতে পারবে একসময় মাকে। তিনি খুব হতাশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.